Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য

করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১১:৪১ পিএম

ছাগলনাইয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১০টি পরিবারের বাড়ীর পুকুরে যাওয়ার একমাত্র রাস্তাটি সীমানা প্রাচীর নির্মান করে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ফলে এই বাড়ীর প্রায় ১০টি পরিবারের শতাধিক লোক পুকুরটি ব্যবহার করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের মৃত আবদুল লতিফ চৌধুরী বাড়ীর প্রায় ১০টি পরিবারের শতাধিক লোকের বাড়ীর পুকুরের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে সীমানা প্রাচীর নির্মানের চেষ্টা করে একই বাড়ীর নুর হোসেনগংরা। এব্যাপারে মৃত আবদুল লতিফ চৌধুরীর পুত্র কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে গত ২৫ ফেব্রæয়ারী ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা (নং ৬/১৯) দায়ের করেন। আদালত ওই জায়গার উপর স্থিতাবস্তা বজায় রাখার নির্দেশ দেয়। গত শনিবার নুর হোসেন তার স্ত্রী রোমেনা আক্তার পুত্র শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ করে পুকুরে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেয়। এবিষয়ে গত ১০ এপ্রিল আদালতে প্রেরিত ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটওয়ারীর তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য করে কালাম উদ্দিন চৌধুরীগংদের পুকুরের যাওয়ার চলাচলের একমাত্র রাস্তাটি বাড়ীর লোকজন প্রায় ৪০/৪৫ বছর ধরে ভোগ দখল করে আসছে। বিবাদী রোমেনা আক্তারগংরা বিরোধীয় ভূমিসহ কিছু পরিমাণ ভূমি ক্রয়সূত্রে মালিকানা দাবী করে পুকুরে যাওয়ার পথটি একটি টিন সেট দরজা দিয়ে বন্ধ করে দেয়ায় বাড়ীর লোকজন চরম ভোগান্তীতে পড়ে। তবে বিবাদীরা তদন্তকালে ভূমির মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি। সম্প্রতি কামাল উদ্দিনগংরা স্থানীয় শুভপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে আবু বক্কর ছিদ্দিক, মোঃ সাহাব উদ্দিন ও রফিকুল ইসলামসহ ৩ জন মেম্বার পুকুরের যাওয়ার রাস্তাটি টিনের ঘর নির্মিত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে। এব্যাপারে নুর হোসেনের স্ত্রী মোমেনা আক্তার জানান, কামাল উদ্দিন, ইব্রাহিমগংরা বিভিন্নভাবে সন্ত্রাসী তান্ডব চালিয়ে তার ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও হয়রানী করছে। রাস্তার মাঝখানে একটি পিলার স্থাপন করে তার চলাচলের রাস্তা ব্যবহারে বাঁধা দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ