Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিডি ফাইন্যান্সের ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ৯:৪০ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিঃ (বিডি ফাইন্যান্স) এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) বিসিআইসি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত সভায় বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সাধারণ সভায় বিডি ফাইন্যান্স ২০১৮ সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট অনুমোদন করে।

সভায় পরিচালনা পরিসদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খন্দকার ফজলে রশীদ, পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ইউসুফ আমান, মো. আবুল কাশেম, গোলাম হাফিজ আহমেদ, মো. ইমতিয়াজ ইউসুফ, ইহতিয়াজ ইউসুফ, আনসার উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মিটিং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মুন্সী আবু নাঈম। এছাড়াও সিএফও সাজ্জাদুর রহমান ভুইঞা, হেড অব এইচআরডি এ.এস.এম তরিকুল ইসলাম, মেজর খালেদ সাইফুল্লাহ (অব.) সহ উর্দ্ধতন কর্মকর্তা ও কোম্পানীর শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ