পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা/পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, উদ্যোক্তা/পরিচালক আলহাজ মোহাম্মদ সামসুল আলমের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৭৪১টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। তিনি বর্তমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
রূপালী লাইফের শেয়ার বিক্রির ঘোষণা
এদিকে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মিসেস কামরুন্নেসা ঝর্ণা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কামরুন্নেসা ঝর্ণা রূপালী লাইফের ১০ হাজার শেয়ার বেচবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২ লাখ ৯৯ হাজার ৭৪৭টি শেয়ার আছে। এর মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করতে পারবেন তিনি।
বিডি ফাইন্যান্সের শেয়ার বিক্রির ঘোষণা
এছাড়া শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের দুই উদ্যোক্তা। এই উদ্যোক্তারা হলেনÑ মো: তারেক আকবর আলী ও সেলিনা তারেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, তারেক আকবর আলী ৩ লাখ ৭৬ হাজার ২৯৫টি ও সেলিনা তারেক ৪৬ হাজার ২৮০টি শেয়ার বিক্রি করবেন। তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। Ñওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।