Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকশীকাঁথা’র বিশ্বকাপ গানে দুই মেয়েকে নিয়ে ফাতেমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়ে গান করেছে লোকসংগীত ব্যান্ডদল নকশীকাঁথা। বাংলাদেশ মাঠে নামার আগের দিন জুনের ১ তারিখে ইউটিউবে গানটি অবমুক্ত করবে দলটি। দলটির প্রধান সাজেদ ফাতেমীর দুই কন্যাও গেয়েছেন বিশ্বকাপ নিয়ে এই গান। জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুঁটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/ আসতেই পারে পরাজয়/ ভয় পেয়োনা পেয়োনা ভয়/ লড়াই কওে হেওে গেলেও কোনো অর্জন হয়না শেষ/ জেতো হারো সবসময়ই পাশে পুরো বাংলাদেশ।’ এমনই কথায় গানটি লিখেছেন হাসান আহমেদ। গান প্রসঙ্গে সম্প্রতি এক যুগ পার করা ব্যান্ডটির প্রধান বলেন, ক্রিকেট আমাদেও জাতীয় জীবনের সঙ্গে মিশে গেছে। আর বিশ্বকাপ মানেই উত্তেজনা। তবে জিতলে দলের পাশে আছি আর হারলে গালাগালি এটায় আমরা বিশ্বাস করিনা। আমরা হারলেও বাংলাদেশের পাশে আছি সে বার্তা দিতে চেয়েছি। গানটিতে নিজের দুই মেয়ে রোদসী ও উদিশা গাইছেন বলে জানান নকশীকাঁথা প্রধান। সাজেদ ফাতেমী বলেন, ওদেরও ক্রিকেট নিয়ে দারুণ আগ্রহ আছে। আর গানটাও করে। ক্রিকেট নিয়ে গান বলে আগ্রহ দেখানোতে নকশীকাঁথা সুযোগটি হাতছাড়া করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ