Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সোনার কেল্লা’র হিন্দি রিমেক করবেন প্রদীপ সরকার

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৫ এএম

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘সোনার কেল্লা’। ১৯৭১ সালে ফেলুদা সিরিজের উপন্যাসটি শারদীয় দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই রহস্যোপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ নিজেই; এটিও তার একটি ক্লাসিক বাংলা চলচ্চিত্র। এবার বলিউডে এই কাহিনীটির চলচ্চিত্ররূপ হতে চলেছে। উপন্যাসটির হিন্দি চলচ্চিত্র সত্ত্ব কিনে নিয়েছেন বলিউডের নামী বাঙালি পরিচালক প্রদীপ সরকার। ধারণা করা হচ্ছে তিনিই চলচ্চিত্রটি পরিচালনা করবেন। হিন্দি ফিল্মটিতে ফেলুদা ও তোপসের ভূমিকায় কারা অভিনয় করবেন নিশ্চিত না হলেও ফেলুদার সঙ্গী লালমোহন বাবুর চরিত্রে কে থাকছেন তার আভাস পাওয়া গেছে। শোনা যাচ্ছে, আধো-হিন্দি বলতে পারেন এমন এক চরিত্রের আদলে তৈরি করা হচ্ছে এই চরিত্রটিকে। সূত্রের খবর, বাঙালি অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য সম্ভবত হিন্দি ‘সোনার কেল্লা’য় থাকছেন লালমোহন বাবুর চরিত্রে। উল্লেখ্য, অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য যে প্রদীপ সরকারের এই ফিল্মে থাকবেন তা খানিকটা নিশ্চিত করে ফেলেছেন অভিনেতা। তবে লালমোহন বাবুর চরিত্রে তিনিই থাকছেন কী না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে হিন্দি ভাষাভিত্তিক টেলিভিশনে ফেলুদার চরিত্রে শশী কাপুরকে দেখা গিয়েছিল। মূল ‘সোনার কেল্লা’তে ফেলুদা আর তোপসের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি এবং সিদ্ধার্থ চ্যাটার্জি। লালমোহন বাবু ওরফে জটায়ুর চরিত্র করেছিলেন সন্তোষ দত্ত। প্রদীপ সরকার হিন্দিতে ‘পরিণীতা’,’মর্দানি’,’হেলিকপ্টার ইলা’ ফিল্মগুলো পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ