রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উল্লাপাড়ায় প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কর্মকান্ড চলছে অজ্ঞাত কারণে।
এ বিষয়ে প্রশাসন রয়েছে নীরব। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর খেয়াঘাটের পাশে মাঠে চলছে জুয়া খেলার আসর। এই মাঠে করতোয়া নদীর পাশে ঝুপড়ি ঘর তুলে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। প্রতিদিন মধ্যরাত অবধি চলছে এই জুয়ার আসর। উল্লাপাড়া, বেলকুচি, কামারখন্দ, চৌহালী, জামতৈল, এনায়েতপুর, চৌবাড়ি, শাহজাদপুর, সায়দাবাদসহ বিভিন্ন এলাকায় শ’ শ’ জুয়ারু এখানে জুয়া খেলতে আসে। এই জুয়ার স্পটটি এখন ওপেন সিক্রেট।
এ ব্যাপারে কথা হলে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।