Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরমুখো মানুষের নিরাপত্তায় তৎপর র‌্যাব

কমলাপুর রেলস্টেশনে র‌্যাব কর্মকর্তার ব্রিফিং

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১:০০ এএম

ঈদুল ফিতরকে আনন্দময় ও নিরাপদ করতে র‌্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্য ব্যবস্থা নিয়েছে র‌্যাব। এই ব্যবস্থা ঈদের পরও বলবৎ থাকবে। গতকাল রোববার কমলাপুর রেলস্টেশনে ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান।
তিনি বলেন, ঈদে বিপুলসংখ্যক লোক কমলাপুর রেলস্টেশন হয়ে ঘরে ফেরে। এখানে প্রচুর ভিড় থাকে। এজন্য মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে এবং প্রতারিত না হয় সেজন্য র‌্যাব-৩-এর সদস্যরা তৎপর থাকবেন।
রেলওয়ে কর্র্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। ২৪ ঘণ্টা আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া কোনও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে আমরা নজরদারি করছি। যেসব শপিংমলে বেশি লোকসমাগম হয় সেসব স্থানে র‌্যাব সদস্য মোতায়েন ছাড়াও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে। আসা-যাওয়ার মধ্যে যেন কোনও ধরনের নিরাপত্তা বিঘিœত হতে না পারে এবং কোনও প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‌্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ