বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বত্য চট্টগ্রামের মাইকেল চাকমাকে গুমের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছে গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি নাগরিক সংগঠন। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পারফর্মিং আর্ট প্রদর্শনের মধ্য দিয়ে মানবন্ধন করে প্রতিবাদ করেন তারা।
পারফর্মিং আর্ট শেষে বক্তারা বলেন, মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করেন। গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। তার পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ অস্বীকার করে। বক্তরা আরো বলেন, আমরা আশঙ্কা করি আমাদের দেশে যে ঘুমের রাজনীতি চলছে তারই শিকার মাইকেল চাকমা।
এই অবস্থা কোনভাবেই চলতে পারে না। যদি কেউ অন্যায় করে থাকে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী কোনভাবেই আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যেতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।