বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশ রসাতলে যাচ্ছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, এখন আর হাত গুটিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দেশকে ভোটারবিহীন অবৈধ বাকশালী অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচাতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশটাকে বাঁচাতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলন ছাড়া মুক্তির আর কোনও পথ খোলা নেই।
গতকাল (রোববার) বাংলামোটরে একটি হোটেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, তথাকথিত বিচারের নামে বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়াকে কারাগারে রেখে সরকার অবৈধভাবে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করতে চাইছে। কিন্তু এ কথাটি অবশ্যই মনে রাখতে হবে- এদেশের জনগণ স্বৈরাচারকে কোনও দিন আপন করে নেয়নি। বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়নি।
বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নিয়াজ আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস কে সাদি ও মাইনুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।