Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : দুই শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার সকাল থেকে সব ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ করে দেয় চট্টগ্রামের নাজিরহাট বাস শ্রমিকরা।
জানা গেছে, গাড়ীর সিরিয়াল নেওয়া ও টিকেট কাটাকে কেন্দ্র করে গত ২৬ মে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়নের ও চট্টগ্রামের নাজিরহাট শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে নাজিরহাটের পরিবহন শ্রমিকরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির নেতা হাজী খলিলুর রহমান খোকন জানান, দুই শ্রমিক সংগঠনের এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত খাগড়াছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত যানবাহন চলাচল করার জন্য চেষ্টা করছি।
এদিকে, আকস্মিকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম ও খাগড়াছড়িতে শতশত যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ