বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সব মামলায় জামিন পেলেও তাঁকে অবৈধভাবে কারাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে।রোববার সকালে রাজশাহী আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও রাজশাহী আইনজীবী সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেয়র বুলবুলের নামে সব মিলিয়ে ১৯টি মামলা দিয়েছে বর্তমান সরকার। এসব মামলার মধ্যে ১৭টিতেই তিনি বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। সব শেষ গত ২৫ মে হাইকোর্ট থেকে অবশিষ্ট দুটি মামলায় জামিন পান তিনি। এরপর দুটি মামলার জামিন-সংক্রান্ত কাগজপত্র গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়। এর পরও মেয়র বুলবুলকে এখন পর্যন্ত জামিন দেয়নি কারাগার কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।