রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরণের ১ মাস পর গতকাল রোববার সকালে জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকা থেকে অপহ্নিত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ লম্পট আলামিন মোল্লা (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অপহ্নত স্কুলছাত্রীর পিতা জানান, ১০ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে গত ২৭ এপ্রিল রাতে নিজ বাড়ির রান্না ঘরের পিছন থেকে অপহরণ করে নিয়ে যায়।
উপজেলার সদর ইউনিয়নের দুনাইখালী গ্রামের দেলবর মোল্লার ছেলে লম্পট আলামিনসহ তার সহযোগীরা এ বিষয়ে বাদি হয়ে রাজবাড়ি আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বালিয়াকান্দি থানাকে নিদের্শ প্রদান করলে থানায় মামলাটি রেকর্ড হয়।
থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় থানায় ১৬ নং মামলা দায়ের করা হয়েছে। যাহার ধারা ৭/৩০/২০০ সনের নারী শিশু নির্যাতন আইনসংশোধণী ২০০৩, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অংকুর ভট্টাচার্য্যসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গতকাল রবিবার সকালে জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকা থেকে অপহ্নিত স্কুল ছাত্রী উদ্ধার করাসহ আসামী আলামিনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।