বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথ চৌধুরী (২৬) নামে এক ফুটবলার আত্মহত্যা করেছেন।
গতরাতের যেকোনো সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথ চৌধুরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে আজ রোববার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিশ্বনাথ চৌধুরী রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকার প্রফুল্ল চৌধুরীর ছেলে।
প্রতিবেশী সিদ্দিক জানান, রাতের যেকোনো সময় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথ আত্মহত্যা করেন। স্ত্রীর সঙ্গে গত কয়েকদিন থেকে বিশ্বনাথের ঝগড়া চলছিলো বলে বাড়ির অন্য সদস্যরা জানিয়েছে। তাদের দাবি, পারিবারিক কলহের জের ধরেই বিশ্বনাথ আত্মহত্যা করেছেন।
বিশ্বনাথ রাজশাহীর দিগন্ত প্রসারী ও আবাহনী ক্লাবের ফুটবলার ছিলেন।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।