বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হিলি বন্দর সংবাদদাতা : হিলির জালালপুরের তুলসিগঙ্গা ব্রিজের ওপর ট্রাকচাপায় আরমান আলী সাহেব (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত আরমান আলী উপজেলার মনসাপুর বাজার গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে আরমান আলী মনসাপুর থেকে মোটরসাইকেল যোগে জালালপুরে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। জালালপুরের তুলসিগঙ্গা ব্রিজের ওপর কুষ্টিয়া ট১১-১৩৯১ ট্রাকটিকে সাইড দিতে গিয়ে ব্রিজের ওপরে পড়ে থাকা পচা পেঁয়াজের ওপর মোটরসাইকেলের চাকা ওঠে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে পিষ্ট হন আরমান আলী।
দ্রুত আরমানকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গ্রামবাসী পাথরবাহী ট্রাকটিকে আটকে রেখেছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিফাত বিষয়টি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।