Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা: পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেনি হাইকোর্ট

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন তৈরি না করায় পুলিশের প্রতিবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৮ জুনের মধ্যে পুনরায় প্রতিবেদন তৈরি করে জমা দিতে নির্দেশনা দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবেদন জমা দেওয়ার পর হাইকোর্ট এই নির্দেশনা দেন।এর আগে কয়েকটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেদন দুটি জমা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মোতাহার সাজু বলেন, প্রতিবেদনগুলো আদালতে এফিডেভিট (নথি) আকারে জমা দেওয়া হয়েছে।এর আগে ২৫ ও ২৬ মে সংসদ সদস্য সেলিম ওসমানসহ দোষীদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন রাষ্ট্রপক্ষের কাছে জমা দেয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ