বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে এ সরকারকে টিকিয়ে রাখতেই ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয় বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকারের বৈধতার জন্য এবং এ সরকারকে টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন।
সাফাদির সঙ্গে জয়ের বৈঠক নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় জনগণ এখন এটার দেখার অপেক্ষায়।
তিনি বলেন, আসলাম চৌধুরী ভারতের একজন মেয়রের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাফাদি উপস্থিত ছিলেন। সাফাদির সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কোনো বৈঠক হয়নি। সরকার ষড়যন্ত্রের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করে তার ওপর নির্যাতন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।