Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রাফি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযোগ করেন শিশুটির অভিভাবকরা। শিশু রাফি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে। শিশুটির বাবা মো. আরিফ জানান, বুধবার (১৮ মে) মস্তিষ্কে সমস্যা ও খিচুনি হওয়ায় রাফিকে শহরের কুমারশীল মোড়ের ল্যাবএইড হাসপাতালে ডা. আকতার হোসাইনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে। পরে ওই চিকিৎসক ও জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. মনির হোসেন চিকিৎসা করেন। রাফির নানি সুজেদা বেগম অভিযোগ করেন, অবস্থার উন্নতি না হওয়ায় দু’জন চিকিৎসক মিলে রাফিকে পাঁচটি ইনজেকশন পুশ করেন। অতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণেই তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ