প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন আগে পরকালে বিশ্বাস করেন না এমন কথা বলে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন অভিনেত্রী সাফা কবির। এ নিয়ে তিনি ফেসবুকে ক্ষমা চান। তবে আবারও সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। অভিনেত্রী অর্চিতা ¯পর্শীয়ার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘উইথ ¯পর্শীয়া-তে অতিথি হয়ে পরকাল প্রসঙ্গে সাফা আবারও কথা বলেছেন। গত সোমবার রাতে অনুষ্ঠানটির প্রথম পর্ব অর্চিতা ¯পর্শীয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। সাফা বলেন, ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম লাভ টকস উইথ সাফা কবির। আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন। সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে...। আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে বিয়ের কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা বিয়ের পরকাল দিয়ে বোঝাতে চেয়েছিলেন। যা হোক, আমি এখন বলছি আমার তখন বিয়ের কথাটা বলা দরকার ছিল। আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাকে বলেছিলাম, এভাবে যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না। আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে। সাফা বলেন, মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম। সাফার কথা বলার সময় উপস্থাপক ¯পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান। অবশ্য সাফার নতুন এই ব্যাখ্যা কতটা যৌক্তিক নাকি তিনি অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে বিষয়টিকে গুলিয়ে ফেলছেন, তা তার ভাবা উচিত বলে নাট্যাঙ্গণের লোকজন মনে করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।