Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকে নিয়ে মর্মস্পর্শী গল্পের সিনেমা আমার মা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনাধীন আমার মা সিনেমার শূটিং এখন চলছে। এতে নায়ক হিসেবে অভিনয় করছেন ডি এ তায়েব। এস জি প্রোডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, পৃথিবীতে মায়ের তুলনা হয় না। মায়ের চেয়ে আপনও কেউ হয় না। মা ও সন্তানের সম্পর্ক কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। আমি আমার মাকে কতটা ভালবাসি তা ভাষায় প্রকাশ করতে পারব না। প্রত্যেকেই তার মাকে ভালবাসেন। এ ভালবাসায় কোনো তারতম্য থাকে না। সিনেমাটির গল্প শুনে আমি খুব আবেগাপ্লুত হই। মাকে নিয়ে এমন একটি মর্মস্পর্শী গল্পে অভিনয়ের লোভ সামলাতে পারিনি। চেষ্টাও করছি মায়ের সন্তানের মতোই অভিনয় করতে। এটুকু বলতে পারি সিনেমাটি দেখে দর্শক চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটি সুন্দর গল্পের সিনেমার সাথে রয়েছে অসাধারণ কিছু গান। গানগুলো লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পি। এতে অভিনয় করছেন আনহা তামান্না, শাহরিয়ার নাজিম জয়, দীপা খন্দকার, আনোয়ারা বেগম, বড়দা মিঠু, মাকফুবর রহমান সুইট, অনন্যা আফরিন, শরিফ সারোয়ার, মুকুল চৌধুরী, লিটন চৌধুরী এবং বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা ববি ও টুনটুনিকে। আগামী কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ায় সম্ভাবনা আছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ