প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ জন উইক : চ্যাপ্টার থ্রি- প্যারাবেলাম
২ অ্যাভেঞ্জার্স : এন্ডগেম
৩ পোকেমন ডিটেকটিভ পিকাচু
৪ আ ডগ’স জার্নি
৫ দ্য হাসল
জন উইক : চ্যাপ্টার থ্রি- প্যারাবেলাম
অ্যাকশন থ্রিলার ‘জন উইক : চ্যাপ্টার থ্রি প্যারাবেলাম’ পরিচালনা করেছেন চ্যাড স্টাহেলস্কি। ‘জন উইক’ (২০১৪) এবং ‘জন উইক : চ্যাপ্টার টু’ (২০১৭) স্টাহেলস্কি পরিচালিত চলচ্চিত্র।
সুপার-অ্যাসাসিন জন উইক (কিয়ানু রিভস) নিষিদ্ধ কন্টিনেন্টাল এলাকায় ইন্টারন্যাশনাল অ্যাসাসিন’স গিল্ডের এক সদস্যকে হত্যা করে আগের পর্বে। এতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং তাকে হত্যা করার জন্য ১৪ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। জনের বাঁচার কোনও সম্ভাবনাই নেই বলা যায়। শহরের সব আততায়ী আর আততায়ীদের হাই টেবিল তার পিছ ছাড়বে না। এই সময় জনের সঙ্গে তার পুরনো বন্ধু এবং অ্যাসাসিন সোফিয়ার (হ্যালি বেরি) যোগাযোগ হয়। আততায়ীদের হাত থেকে জনকে রক্ষা করে নিউ ইয়র্ক শহর থেকে তাকে বর হতে সাহায্য করবে বলে সোফিয়া জনের সঙ্গে হাত মেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।