রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের ঐতিহ্যবাহী লুইজ ভিলেজ রির্সোস সেন্টারে গত ২৪ মে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ ইফতার অনুষ্ঠান। জামালপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারন সম্পাদক লুৎফর রহমানের যৌথ উদ্দ্যোগে ঐ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জামালপুরের কৃতিসন্তান জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর আসনের এমপি সিআইপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, এফবিসিআই-এর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলার আ.লীগ, বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। তিন শতাধিক এতিম অনাথ ও দুঃস্থসহ প্রায় দু’ হাজার রোজাদারদের ইফতারী করানো হয়। লুইজ ভিলেজের মনোরম পরিবেশে এমন ইফতার আয়োজন দেখে তথ্য প্রতিমন্ত্রী অবাক হয়ে বলেন, জামালপুরের প্রেসকাবের এ আয়োজন যেন যুগ যুগ ধরে অটুট থাকে। এ সময় জামালপুর প্রেসক্লাবের নুরে আলম সিদ্দিকী, সাইদ শওকত জামান, আনিসুর রহমান লুলু, কাফি পারভেজ, আনোয়ার হোসেন, সরিষাবাড়ির এম এ মান্নান, কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর ও মমিনুল ইসলাম কিসমতসহ জেলার ৭টি উপজেলার শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।