Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালপুরের সর্ববৃহৎ ইফতারে তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

জামালপুরের ঐতিহ্যবাহী লুইজ ভিলেজ রির্সোস সেন্টারে গত ২৪ মে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ ইফতার অনুষ্ঠান। জামালপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারন সম্পাদক লুৎফর রহমানের যৌথ উদ্দ্যোগে ঐ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জামালপুরের কৃতিসন্তান জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর আসনের এমপি সিআইপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, এফবিসিআই-এর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলার আ.লীগ, বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। তিন শতাধিক এতিম অনাথ ও দুঃস্থসহ প্রায় দু’ হাজার রোজাদারদের ইফতারী করানো হয়। লুইজ ভিলেজের মনোরম পরিবেশে এমন ইফতার আয়োজন দেখে তথ্য প্রতিমন্ত্রী অবাক হয়ে বলেন, জামালপুরের প্রেসকাবের এ আয়োজন যেন যুগ যুগ ধরে অটুট থাকে। এ সময় জামালপুর প্রেসক্লাবের নুরে আলম সিদ্দিকী, সাইদ শওকত জামান, আনিসুর রহমান লুলু, কাফি পারভেজ, আনোয়ার হোসেন, সরিষাবাড়ির এম এ মান্নান, কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর ও মমিনুল ইসলাম কিসমতসহ জেলার ৭টি উপজেলার শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ