Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় হামলা

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ার অজুহাতে হামলা চালিয়ে মা ও মেয়েকে আহত করাসহ শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, গত ছয় মাস আগে বসকরা গ্রামের ফুল মিয়ার স্ত্রী আলেয়া বেগমকে পাশের নিলুফা বেগমকে পাঁচ হাজার টাকা হাওলাত দেয়। এরমধ্যে আলেয়া বেগম বিভিন্ন সময়ে চার হাজার টাকা পরিশোধ করে। বাকি একহাজার টাকা চাওয়ার অজুহাতে গতকাল পাওনাদার নিলুফা বেগমের উপর হামলা করে আলেয়ার স্বামী ফুল মিয়া, ছেলে নাছির, মেয়ে বিনু আক্তার, জামাতা সুমনের নেতৃত্বে সাতজন। হামলাকারীরা দেশীয় লাঠি সোটা নিয়ে নিলুফার ঘরে জোরপূর্বক প্রবেশ করে পাওনাদার নিলফুা বেগম ও তার মেয়ে নাছিমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়াও তারা শ্লীলতাহানী ও হত্যার চেষ্টা চালায়। মা ও মেয়ের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাওনাদার নিলুফা বেগমকে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় নিলুফার মেয়ে নাছিমা বেগম বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ