বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর গোশত বিক্রি ও বিক্রির উদ্দেশে পচা-বাসি ইফতার রাখার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার মিরপুর এলাকায় রমজান উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে ৬০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, সিটি কর্পোরেশন রমজান উপলক্ষে গরুর গোশতের দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে ২৫ থেকে ৫০ টাকা বেশি দামে গোশত বিক্রি করছে। এসব অভিযোগে সাইফুলের গোশতের দোকানকে ১০ হাজার টাকা, রাজীবের গোশতের দোকানকে ১০ হাজার টাকা, নূর হোসেনের গোশতের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।