Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ ইত্যাদিতে ছন্দায়িত আড্ডায় সেলিম, চঞ্চল, মম ও ঈশিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

প্রতি ঈদেই থাকে ইত্যাদির বর্ণাঢ্য আয়োজন। এবারের ঈদেও রয়েছে তেমনি নানা আয়োজনে সমৃদ্ধ ইত্যাদিইত্যাদিতে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে থাকে সমসাময়িক প্রসঙ্গ এবং সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র কটাক্ষপাত। এসব বিষয় ইত্যাদির বৈশিষ্ট্য অনুযায়ী কখনও কথায়, কখনও নাটিকায়, কখনও সুর ও ছন্দে ফুটিয়ে তোলা হয়। এবারও তেমনি দু’টি ব্যতিক্রমী আয়োজন রয়েছে এবারের ঈদ ইত্যাদিতে। একটি হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী আড্ডা। এবারের আড্ডায় দর্শকরা দেখবেন তারকাদের মুখে মুখে ছড়া আর ছন্দ-কতখানি তুলে আনে সময়ের দ্ব›দ্ব। আর এই ব্যতিক্রমী আড্ডায় অংশগ্রহণ করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। শুধু তাই নয়, প্রথমবারের মত তাদেরকে বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা। সঙ্গীত শিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই এই পর্বটিতে কণ্ঠ দিয়েছেন। ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় দর্শকরাও ভিন্ন স্বাদ পাবেন। এবারের ঈদ ইত্যাদির আর একটি চমক হচ্ছে অভিনয় তারকা অপূর্ব ও মিথিলার দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়। উল্লেখ্য, ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারে সময়কে ঘিরে একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৪ জন দর্শক। উল্লেখ্য, অনুষ্ঠানের প্রয়োজনে মাত্র ১৫ সেকেন্ডের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে এই উপকরণগুলি তৈরী করা হয়েছে। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন অপূর্ব ও মিথিলা। অভিনেতা-অভিনেত্রী না হয়েও নির্বাচিত দর্শকরা তাৎক্ষণিকভাবে অপূর্ব ও মিথিলার সঙ্গে চমৎকার অভিনয় করেছে। মুহুর্মুহু করতালি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। সুতরাং বলা যায়, বাড়ীর দর্শকদেরও পর্বটি আনন্দ দেবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ