Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী আইন না থাকায় হত্যা ধর্ষণ ও দুর্নীতি বেড়েই চলছে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, হত্যা দুর্নীতি ও ধর্ষণ যেন সমাজ ও রাষ্ট্রের সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। দেশে ইসলামী আইন না থাকায় তা দিন দিন বেড়েই চলছে। ইসলামী আইন প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বদর যুদ্ধ ছিলো সত্য ও মিথ্যার লড়াই। সত্যের পক্ষ্যে জনবল ও রসদ কম হলেও ঈমানী চেতনা ও দৃঢ় বিশ্বাসের কারণে আল্লাহ বিজয় দান করেছেন বদর প্রান্তে। তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা আয়োজিত বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল বাকী, এডভোকেট আবুল খায়ের, মাওলানা ইদ্রিস, মাওলানা আবুল বাশার, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা তারেক হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ