Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি আমরা কৃষকের সন্তান সংগঠনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘আমরা কৃষকের সন্তান’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। আমরা কৃষকের সন্তানের সমন্বয়কারী উৎপল বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বনানী বিশ্বাস, মিন্টু কুমার মন্ডল ও জয়া বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়, দালাল ও মজুদদারদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, নভেম্বর মাসে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া, কৃষি বীমা চালু, জাতীয় কৃষিনীতি প্রণয়ন, অপরিকল্পিত চাল আমদানী ও রফতানি বন্ধ করা, কৃষি বিপণন অধিদফতরকে ঢেলে সাজানো ও কৃষিতে ভর্তুকির বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা নেওয়া জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে জাতীয় প্রেসক্লাবের সমনে থেকে শাহবাগ পর্যন্ত একটি শোভাযাত্রা করেন সংগঠনটির নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ