Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ল²ীপুরে প্রশ্নফাঁসের অভিযোগে আটক

ল²ীপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের কাছে থাকা ব্যবহৃত মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় ল²ীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটকৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে। তবে আটককৃত সোলায়মান প্রশ্নপত্র ফাসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইলে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগি। এর বেশি কিছু বলতে রাজি নয় সে।
অপরদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান, মোবাইলে প্রশ্নপত্রের আলামত পাওয়া সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কিভাবে তার ব্যবহত মোবাইলে প্রশ্ন আসলে, সে বিষয়ে জিজ্ঞাবাদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ