রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের বৃদ্ধ কৃষক আলী আহমদ (৭০) হত্যা মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত।
জানা যায়, মামলার বাদী নিহতের ছেলে মোশাররফ হত্যা মামলাটির চার্জশিটের বিরুদ্ধে ফেনী কোটে নারাজি দিলে ২২ মে আদালত পিবিআইকে পুনঃতদনতের নির্দেশ দেন। উল্লেখ্য যে, ২০১৮ সালের ২২ মে ভূমি বিরোধের জের ধরে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বৃদ্ধ কৃষক আলী আহমদকে বুকে বাঁশ দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে লাশের ময়না তদন্তে ডিএনএ টেস্টে আঘাতের ফলে মৃত্যুর প্রমান পাওয়া যায়।
কিন্তু পুলিশ মূল আসামিদের চার্জশিট থেকে বাদ দিলে মামলার বাদী নিহতের বড় ছেলে মোশারফ হোসেন হত্যা মামলাটি পুনঃতদনতের জন্য আদালতে আবেদন করেন। ২২ মে বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।