Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাস পর ফিরে এলেন যুবলীগ নেতা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:২৩ পিএম

নাটোরে যুবলীগ নেতা ও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন মিলন নিখোঁজের ৩ মাস ২৩ দিন পর ফিরে এসেছেন। বৃহস্পতিবার ভোরে হেঁটে একাই বাড়ি ফেরেন তিনি।

মিলন শহরতলীর তালতলা হাফরাস্তার এমদাদুল হক নিয়াজির ছেলে। নিখোঁজের সময় তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। সেখানে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই তিনি অপহৃত হন। মিলনের নামে সদর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সরকারি কর্মকর্তাকে মারধর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৩টি মামলা রয়েছে।

ফিরে এসে মিলন জানান, এতদিন ছোট একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। দরজার নিচ দিয়ে তাকে খাবার দেয়া হতো। গত রাত ২টার দিকে ঢাকার আব্দুল্লাপুরে ২ হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। পরে সেখান থেকে বাসে করে তিনি নাটোরে ফেরেন।

এদিকে মিলন ফিরে আসার খবরে এলাকায় আনন্দের বন্যা বাইছে। এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাবর্তন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ