Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ সম্মেলনে অভিযোগ উচ্চ আদালতের রায় মানেন না যবিপ্রবি ভিসি

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম


যশোর প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের রায়ও মানেন না যবিপ্রবি ভিসি।
যবিপ্রবি পরীক্ষাবঞ্চিতদের পক্ষে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এতে সংক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সিনিয়র আইনজীবী ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানের মাধ্যমে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়।
গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের এই অবৈধ বহিষ্কারের ওপর স্থগিতাদেশ দেন আদালত। আদালতের দেয়া বহিষ্কারাদেশ স্থগিতের কপিসহ আবেদন করলেও বুধবার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হারুন অর রশীদকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি। এতে প্রমাণিত উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করেছেন ভিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ