Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসিকের সিটি হাসপাতালকে ছাত্রী মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে হাসপাতাল পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম


 রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালকে ছাত্রী মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথা জানান মেয়র। গতকাল বুধবার দুপুরে নগরীর ২৫ নং ওয়ার্ডের রাণীনগরস্থ সিটি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সিটি হাসপাতালের সেবার মান বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ হয়েছে। এ লক্ষ্যে সেলট্রনের সাথে আমাদের চুক্তি হয়েছে। ইতোমধ্যে সিটি হাসপাতালের সংস্কার কাজ শুরু হয়েছে। এই সিটি হাসপাতালের মাধ্যমে নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, সেলট্রন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফায়জুল মুবিন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ