Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় গার্মেন্টস শ্রমিক ছাঁটাই প্রতিবাদে বিক্ষোভ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম


পটিয়ায় সান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান ঈদের আগেই শ্রমিক ছাঁটাইয়ের ফলে শ্রমিকদের মধ্যে মারাত্মক অসন্তোষ বিরাজ করছে।
গতকাল বুধবার দুপুরে ছাঁটাইকৃত শ্রমিকরা চাকরিতে বহাল, সরকার নির্ধারিত বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রতিষ্ঠানের গেইটে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ প্রদর্শন কালে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন পোশাক শ্রমিক ফারজানা, রাশেদা আক্তার, আরমান, সোমা, ডেইজি, জনি, রাজীব প্রমুখ। এসময় তারা বলেন, এ প্রতিষ্ঠানের শুরু থেকে পোশাক প্রস্তুতের কাজে নিয়োজিত ছিলাম। বর্তমানে গত ১২ মে থেকে বেআইনীভাবে কোম্পানী নিযুক্ত ইডি আমাদেরকে মারধর করে পাওনা টাকা পরিশোধ না করে ফ্যাক্টরীতে থেকে বের করে দিয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে তিনি মহিলা শ্রমিকদের সাথে অনৈতিক আচরণ করেন। এ ব্যাপারে হুইপ সামশুল হক চৌধুরীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশনে নামতে বাধ্য হবে বলে জানান। এ ব্যাপারে সান ফ্যাশন ওয়্যার লি. এর ইডি হুমায়ুন কবির বলেন, শ্রমিকদের আনীত অভিযোগ সত্য নয়। নিয়ম মোতাবেক সবাইকে বেতন দেওয়া হয়েছে। ঈদে ভাতা দেওয়া হবে। এব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ বোরহান উদ্দীন বলেন, এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি। শ্রমিকরা যাতে বেতন ভাতা পায় সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য মালিকপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ