Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৩:১২ পিএম

যশোর বিজিবি শহরতলী নতুন হাট থেকে মালিকবিহীন ভারতীয় বিপুল পরিমাণ পণ্য আটক করেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে নতুন হাট নামক স্থানে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কলকাতা টু ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করে মালিকবিহীন ভারতীয় ১শ’২৬ টি মোবাইল, ৬০ পিস শাড়ী, ১৩৮ টি থ্রী পিস, ৩০ পিস পাঞ্জাবী, ৩০ পিস টি-শার্ট, বিপুল পরিমাণ ঔষধ, ইমিটেশন, মসলা ও কসমেটিকস আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৪০ হাজার ৩শ’ (চল্লিশ লক্ষ চল্লিশ হাজার তিনশত) টাকা। আটককৃত মালামাল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ