বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মোহনপুর উপজেলার দূর্গাপুর গ্রামে জোলেখা নামে এক ‘মানসিক প্রতিবন্ধী’ নারীর গলাকাটা লাশ গতকাল দুপুরে তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম জেলেখা বেগম (৪২)। তিনি জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর স্ত্রী। পরিবারের দাবি, জেলেখা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গতকাল সকালে তিনি নিজের গলায় বেøড চালিয়েছেন। এতে তার মৃত্যু হয়েছে। এর আগেও নাকি তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। কখনও গলায় ফাঁস দেয়ার চেষ্টা করেছেন, কখনও কীটনাশক পান করেছেন।
মোহনপুুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ভোরে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান সোলেমান আলী। তখনই জেলেখা বেøড দিয়ে নিজের গলা কাটেন। প্রতিবেশিরা জানালা দিয়ে দেখেন, গলাকাটা অবস্থায় ঘরে তিনি ছটফট করছেন। তারা ঘরে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য জেলেখার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত নারীর ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।