রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর চাটখিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার বেগমের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীর মা প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগমের বিরুদ্ধে তার মেয়েকে নির্যাতনের বিষয়ে লিখিতভাবে ইউএনও’র নিকট অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে ওই ছাত্রীর মা রহিমা বেগম জানান, গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের রমজানের কোচিং ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষিকা তার মেয়ের পরনের বোরখা খুলে রেখে দেয়। এ ছাড়া তাকে শারীরিক নির্যাতন করে।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা জানান, স্কুল ড্রেসের রং এর সাথে মিলিয়ে বোরখা পরে না আসায় ওই ছাত্রীর বোরখা খুলে রাখা হয়েছে। তিনি ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।