রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুটমিল শ্রমিক শহিদুল ইসলাম শহিদ হত্যায় কেউ আটক হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, শহিদ হত্যাকাÐে জড়িতদের আটকের অভিযান চলছে।
জানা যায়, গত সোমবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর জেসগার্ডেন এলাকায় আফনান জুটমিলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদ নিহত হন। শহিদ মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের লোকমান হোসেন কাজীর ছেলে এবং যশোরের বিরামপুর এলাকার আফনান জুটমিলের শ্রমিক।
কাবিনের টাকা আত্মসাতের অভিযোগ
যশোরের চৌগাছায় তালাকপ্রাপ্ত এক নারীর কাবিনের লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে। প্রাপ্য টাকা চাওয়ায় উল্টো হুমকি ধামকি দেয়া হচ্ছে। গত সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী চৌগাছা উপজেলা শহরের ডাকবাংলো পাড়ার রুহুল আমিনের মেয়ে উম্মে তাওহিদা আমিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উম্মে তাওহিদা আমিন বলেন, ২০১৩ সালের ১৫ মার্চ যশোর সদর উপজেলার নতুনহাট তেঘরি গ্রামের মিজানুর রহমানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী শাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী দেশে ফেরার পর তার ওপর নানামুখী নির্যাতন করে।
এক পর্যায়ে গত ১৩ এপ্রিল তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তালাক প্রক্রিয়ার মধ্যে ছিলেন চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান। তিনি তাওহিদার স্বামী শহিদুল ইসলাম ও তার পরিবারের সাথে যোগসাজস করে কাবিনের ১ লাখ ১০ হাজার নিজে গ্রহণ করেন।
সেই টাকা ওই মেয়ে বা তার পরিবারের হাতে দেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।