বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন স্বপন ভট্টাচার্য্য। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সকল দুর্নীতি বন্ধ করে কাজে গতিশীলতা আনতে কাজ করে যাবো ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল সোমবার দুুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং মিল্ক ভিটাকে দুর্নীতি মুক্ত করে মানুষের সেবায় কাজে লাগাবেন। এলজিআরডি মন্ত্রীর সঙ্গে আপনার এমন কি হয়েছিল, যে কারণে এই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীকে আপনাদের দায়িত্ব ভাগ করে দিতে হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আমার সম্পর্কেও কোনো টানাপড়েন ঘটেনি। আমাদের মধ্যে কোনো প্রকার বিরোধ নেই। আপনারা দেখে থাকবেন, আমরা দু’জন অনেক সময়ই এক গাড়িতে চলাচল করেছি। এসব মানুষের বানানো।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হয়তো এই মন্ত্রণালয়ের দুটি বিভাগকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করতে দায়িত্ব আলাদা করেছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যে সকল প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সে বিষয়ে তদন্ত পূর্বক কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প একটু ঝুলে গেছে সত্য, তবে এ বিষয়ে আমি যতটুকু জানি দুর্নীতির চাইতে এই প্রকল্পে লোকবল সমস্যা প্রকট। গ্রামে গ্রামে সমবায় সমিতি করতে হলে আরও অনেক লোকবল প্রয়োজন। তবে প্রতিমন্ত্রী দুর্নীতির বিষয়টিকে উড়িয়ে দেননি। মিল্ক ভিটার বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে দুর্নীতি অনেকটা বন্ধ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।