বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রেসক্লাবের সামনে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন উপজেলার আটটি ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহŸায়ক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ, বাাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, নারী নেত্রী রোকসানা খাতুন, কৃষক শাহ আলম প্রমুখ। মানববন্ধন চলাকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কৃষক অতিকষ্টে ফসল ফলিয়ে সেই ফসলের ন্যায্যমূল্য পায় না। এখন বাজারে ধানের যে দাম তাতে উৎপাদন খরচই উঠছে না। অথচ এই ধানের ওপরই কৃষক নির্ভরশীল। কৃষক পরিবারের এক বছরের খাবার, ছেলেমেয়ের লেখাপড়া সবকিছুই এই ধানকে ঘিরে। ধানের ন্যায্য দাম না হলে কৃষক পরিবারে কষ্টে সীমা থাকে না। ন্যায্যমূল্যে ধান কিনে আমাদের বাাঁচান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।