Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান অব্যাহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার থেকে: | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে কক্সবাজার গণপূর্ত বিভাগ, র‌্যাব-১৫, জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায় গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সৈকতপাড়া এলাকার দিদারুল আলম কক্সবাজার গণপূর্ত বিভাগের প্লটে অনুমোদনবিহীন ড্রীম গেস্ট ইন নামের ৫ তলা ভবন নির্মাণ করায় ৪র্থ ও ৫ম তলার ইটের গাথুনি ভেঙে দেয়া হয়।
এছাড়া সৈকত আবাসিক এলাকায় অনুমোদন বিহীন ভবন নির্মাণ করায় আরো ৪টি ১ তলা বিল্ডিং ভেঙে দেয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজড অফিসার ও উপ-নগর পরিকল্পনাবিদ এবং উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্যরা। এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ