Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ রদবদল এনে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি (এনডিসি কোর্সে অংশগ্রহণ শেষে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত) মো. আবদুল্লাহেল বাকীকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে ঢাকায় র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। এসপি মো. মুশফেকুর রহমানকে এসবিতে, এসপি সৈয়দ মোসফিকুর রহমানকে এপিবিএন-৮ এবং এসপি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে এপিবিএন-১৩ বদলি করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ