বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ থেকে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ঢাকাসহ সব জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা এ প্রশিক্ষণে অংশ নেবেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সম্মেলন কক্ষে একটি ভেন্যুতে এবং আশকোনা হজ ক্যাম্পে মোট চারটি ভেন্যুতে ঢাকার হজযাত্রীদের প্রশিক্ষণ চলবে। প্রতিটি ভেন্যুতে প্রতিদিন ৫০০ জন হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধনের সময় যে জেলায় প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন সেখানে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। ইতোমধ্যে প্রত্যেক হজযাত্রীর মোবাইলে তাদের প্রশিক্ষণের ভেন্যু এবং তারিখ জানিয়ে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। কেউ মেসেজ না পেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।