Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে গাছ উপড়ে ১২ দোকান বিধ্বস্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে আমগাছ উপড়ে পড়ে ১২টি দোকান বিধ্বস্ত হয়েছে। গত রোববার রাতে বৃষ্টির সাথে প্রচন্ড ঝড়ে শতাধিক বছরের পুরনো বিশাল আকৃতির এ আমগাছটি উপড়ে পড়ে।
ওই এলাকার ওবায়দুল হক মনু, দারুল ইসলাম, জায়দুল হক জানান,রাত দেড়টার দিকে বৃষ্টির সাথে প্রচন্ড বাতাসে গাছটি উপড়ে পড়ে। এ সময় গাছের ডালপালার নিচে পড়ে লুৎফর বস্ত্র বিতান, জুয়েল হার্ডওয়ার, গোবিন্দ কপি হাউস, পিটন কসমেটিক্স, গাজী টি স্টল, ফজলু লন্ড্রি, রফিকুল ফল ভান্ডার, রেজাউল ফল ভান্ডার, কাশেম গলামাল স্টোর, শংকর হোটেলসহ আশপাশের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাবেবর আলী জানান, ১২টি দোকানের মালামাল, ঘর-দরজাসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় বাজারে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি ।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মাছুমা আরেফিন ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার সোমবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ