Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবায়নযোগ্য জ্বালানি খাতে ৮১ লাখ কর্মসংস্থান

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : গত বছর বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি খাতে ৮১ লাখের বেশি লোক নিযুক্ত হয়েছে, যা সামগ্রিক পতনমুখী বাজারের বিপরীতে ৫ শতাংশ বৃদ্ধি। সম্প্রতি একটি পরিচ্ছন্ন জ্বালানি-বিষয়ক সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। আবুধাবিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ) এ খাতের একটি বার্ষিক পর্যালোচনা প্রকাশ করেছে। এ খাতে দিনে দিনে প্রযুক্তি ব্যয় হ্রাস এবং সহায়ক জ্বালানিনীতি গ্রহণের সুবাদে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে আইআরইএনএ। ২০১৪ সালের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অবিশ্বাস্যভাবে কমে যাওয়ায় সারা বিশ্বের জ্বালানি খাত টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে প্রচলিত জ্বালানি খাতের বাইরে সবুজ কর্মসংস্থান দিনে দিনে বেড়ে চলেছে। আইআরইএনএর প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের দিক থেকে শীর্ষ দেশ হিসেবে রয়েছে চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও জার্মানি। এ খাতের সৌর ফটোভোলটাইক ক্ষেত্রটিতে সবচেয়ে বেশি ২৮ লাখ কর্মীর নিয়োগ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে জৈব জ্বালানি খাত। এখানে ১৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর পর রয়েছে বায়ুশক্তি খাত, এখানে নিয়োগ পেয়েছে ১১ লাখ মানুষ। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা রেকর্ড ৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৮৫ গিগাওয়াটে দাঁড়িয়েছে। বায়ুশক্তি ক্ষমতা ১৭ শতাংশ বা ৬৩ গিগাওয়াট এবং সৌর মডিউলের দাম কমায় সৌরশক্তি ক্ষমতা ৩৭ শতাংশ বা ৪৭ গিগাওয়াট বৃদ্ধি পেয়েছে। উন্নয়নশীল দেশগুলোয় নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে মধ্য আমেরিকা ও ক্যারাবিয়ান দেশগুলো। এসব দেশে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ১৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এশিয়ায় নবায়নযোগ্য বিদ্যুত্ সক্ষমতা ১২ দশমিক ৪ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা উত্তর আমেরিকা ও ইউরোপের চেয়ে এগিয়ে রয়েছে। উত্তর আমেরিকা ও ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা যথাক্রমে ৬ দশমিক ৩ শতাংশ ও ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবায়নযোগ্য জ্বালানি খাতে ৮১ লাখ কর্মসংস্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ