পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে মানুষের কায়িক শ্রমের জায়গা দখল করে নেবে রোবট এমন ধারণা আগেই করা হয়েছিল। এর বাস্তব প্রয়োগও শুরু হয়েছে বিশ্বব্যাপী। চুক্তিভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফক্সকন এরই মধ্যে আইফোন তৈরির কারখানায় মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার শুরু করেছে। চীনা প্রতিষ্ঠানটির ১২টি কারখানা রয়েছে নিজ দেশে। এর মধ্যে কুনশানে অবস্থিত কারখানাটিতে ৬০ হাজার কর্মীর বদলে এখন কাজ করছে রোবট। ফক্সকনের কুনশান কারখানাটিতে আগে কর্মী সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার শুরুর পর এখন সে সংখ্যা নেমে এসেছে ৫০ হাজারে। এর ফলে লেবার খরচও কমে গেছে বেশ বড় পরিমাণে। দেশটির সংশ্লিষ্ট সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, এ সাফল্য দেখে অনেক প্রতিষ্ঠান রোবট ব্যবহারের দিকে আগ্রহী হচ্ছে। অবশ্য ছাঁটাই হওয়া কর্মীদের কাছে বিষয়টি মোটেই সুখকর নয়। কুনশান শহরের ২৫ লাখ অধিবাসীর অধিকাংশই বিভিন্ন প্রযুক্তি কারখানাগুলোয় কাজ করার জন্য এ শহরে এসেছেন। এ বিষয়ে ফক্সকন জানিয়েছে, দীর্ঘমেয়াদে ছাঁটাইয়ে এ পদক্ষেপ প্রভাব ফেলবে না। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, আমরা কেবল বেশি পুনরাবৃত্তিমূলক কাজগুলোর ক্ষেত্রে রোবটের ব্যবহার করছি। ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় গবেষণা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণের মতো উচ্চ দক্ষতাসম্পন্ন কাজগুলোয় কর্মীরা আরো বেশি করে অংশগ্রহণ করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।