Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোল দিয়ে পণ্য রফতানি বেড়েছে

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চলতি ২০১৫-১৬ অ১র্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমলেও গত বছরের তুলনায় রফতানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩৭৯ টন। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৩৩ হাজার ২৯৮ টন। অর্থাৎ এ সময়ের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বেড়েছে ১ লাখ ২৬ হাজার ৮১ টন। বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পণ্য রফতানি হয়েছে গত মাসে। এপ্রিলে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি করা হয়েছে ৪৬ হাজার ৫৫৮ টন। অন্যদিকে সবচেয়ে কম রফতানি হয়েছে ফেব্রুয়ারিতে। ওই সময় মোট পণ্য রফতানির পরিমাণ ছিল ২৭ হাজার ৪৬৭ টন। ১০ মাসে এ বন্দর দিয়ে মোট রফতানি হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩৭৯ টন। অন্যদিকে গত অর্থবছরের মোট রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৩৩ হাজার ২৯৮ টন। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় ২০১৪ সালের সেপ্টেম্বরে। ওই সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট রফতানি হয়েছিল ৩৬ হাজার ৮৩৩ টন। অন্যদিকে সবচেয়ে কম রফতানি হয় একই বছরের অক্টোবরে। ওই সময় এখান দিয়ে ভারতে ১৫ হাজার ৭৯৮ টন পণ্য রফতানি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল দিয়ে পণ্য রফতানি বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ