Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

ব্যালট পেপার ছিনতাই, ভোট গ্রহণ স্থগিত

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে সাহাপুর ইউনিয়নের বাবুলচরা ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত: ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কিছু সংখ্যক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ঐ কেন্দ্রর ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মেম্বার প্রার্থী আব্দুল করিম ও হাশেম গ্রুপের সমর্থকদের মধ্যে ভোট প্রদানকে কেন্দ্র করে সংঘর্ষ বেধে যায়। এ সময় কেন্দ্রে ভোট দিতে আসা লোকজন দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের কারণে রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করে দেন। আহতদের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী সার্কেলর এএসপি শেখ মোহাম্মদ জাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ