Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীসহ ২ জন নিহত

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ও পটিয়া সংবাদদাতা : আজ শনিবার চলমান ইউপি নির্বাচনের ৫ম ধাপে পটিয়া উপজেলার আশিয়া ও বড় উঠানে নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীসহ ২ জন নিহত হয়েছে। বেলা ১২টায় আশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আসাদ মাজার কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মাথায় ইটের আঘাতে ঘটনাস্থলে বাবুল শীল (৫৭) নামে এক ব্যক্তি মারা যায়। একই উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে ৬নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী মো. ইয়াছিন (৪১) মারা গেছে। এদিকে বেলা ১২টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ছালে নুর কলেজের পাশে নৌকা প্রতীকের প্রার্থী ফৌজুল কবির কুমার অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারের পর পুলিশের হাত থেকে পালিয়ে যায় ফৌজুল কবির। অপরদিকে পশ্চিম পটিয়ার চরপাথরঘাটার ৮নং ওয়ার্ডের নৌকা প্রতীকের প্রার্থী হাজী ছাবের আহমদকে ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেয়ার সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ