Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিনিশিল্পকে লাভজনক করার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

দেশের চিনিশিল্পকে লাভজনক করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, চিনির ডিলারদের অবশ্যই দেশীয় চিনি বিক্রয় করতে হবে। নতুবা তাদের ডিলারশিপ বাতিল করে নতুন করে ডিলারশিপ প্রদান করা হবে।
শিল্প প্রতিমন্ত্রী গতকাল শিল্প মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৮-’১৯ অর্থবছরের আরএডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় শিল্প মন্ত্রনালয় ও এর আওতাধীন কর্পোরেশন ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সরকারি অলাভজনক শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে প্রয়োজনীয় সকল কিছু করার নির্দেশনা প্রদান করেছেন। বহু বিদেশী উদ্যোক্তা বাংলাদেশের শিল্প কারখানাগুলোকে লাভজনক করা ও নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে রুগ্ন শিল্প-কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এগুলোকে লাভজনক করতে হবে।
শিল্প প্রতিমন্ত্রী এসময় সরকারি শিল্প-কারখানার জমি যাতে বেহাত না হয়ে যায় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, এসকল জমিকে উৎপাদন কাজে ব্যাবহারের প্রকল্প গ্রহণ করতে হবে।
শিল্প সচিব বলেন, সরকারি শিল্প-কারখানাসম‚হে লোকসানের পরিমাণ কমিয়ে এনে লাভজনক করতে এসকল প্রতিষ্ঠানকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আনা হবে। প্রতিবেশি দেশ ভারত এই কৌশল কাজে লাগিয়ে অর্থনীতিতে সরকারি শিল্প-কারখানার ভ‚মিকাকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যেসকল প্রকল্প পরিচালক প্রকল্প এলাকায় অবস্থান করবেননা, তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জানানো হয়, বাস্তবায়নাধীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজারের মূল নির্মাণ কাজের জন্য এ বছর জুলাইয়ে প্রকল্প এলাকা ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হবে। আরও জানানো হয়, সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীর কারখানাসমূহ যাতে লেদার ওয়ার্কিং গ্রæপের মানদÐ অনুযায়ী পৃথক ক্রোম লাইনে বর্জ্য নিস্কাশন ও সেফটি ট্যাংকের যথাযথ ব্যাবহারসহ অন্যান্য বিষয় মেনে চলে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। চামড়া শিল্প নগরীর রাস্তা ও ড্রেনের কাজের জটিলতা নিরসন করে প্রজেক্ট ডকুমেন্টের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, ঢাকা ও ঢাকার বাইরে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করার জন্য এ প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, যেসকল প্রকল্পের ২০১৯-’২০ অর্থবছরের কর্মপরিকল্পনা ও ক্রয় পরিকল্পনা এখনও মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়নি, সেগুলো অতি দ্রæত মন্ত্রনালয়ে প্রেরণের জন্য তাগাদা প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ