Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় এক্সপ্রেস বিরামপুরে বিরতির দাবি

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

বিরামপুরসহ ছয় উপজেলার সমন্বয়ে প্রস্তাবিত ‘জেলা’ বিরামপুর। রাজস্ব আদায় ও যাত্রীর সেবার মান উন্নয়নে বিরামপুর রেল স্টেশনে ঐতিহ্য দীর্ঘদিনের। এখানে চার উপজেলার মানুষের জন্য একটি মাত্র রেল স্টেশন (চরকাই)। এখান থেকে শত শত যাত্রী প্রতিদিন ঢাকায় যাতায়ত করেন।
জানা যায়, ঈদের আগে চালু হচ্ছে পঞ্চগড়-ঢাকা এক্সপ্রেস। এ ব্যাপারে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলি সাদিক দাবি জানিয়েছেন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর উপজেলা ব্যবসায়ী ও রেল যাত্রীদের সুবিধাত্বে পঞ্চগড়-ঢাকা এক্সপ্রেস ট্রেনটিযাত্রা বিরতি করুক। কারণ চার উপজেলার মানুষ এই ট্রেনে আসলে তাদের দিনাজপুর অথবা পার্বতীপুর রেল স্টেশনে নামতে হবে পার্বতীপুর ও দিনাজপুরের দূরত্ব (প্রায়) ৪০/৫৫ কিমি ফলে রেল যাত্রীদের ভোগান্তি বাড়বে। ভোগান্তি নিরশনে বিরামপুর রেল স্টেশনে ঈদ উপলক্ষে ছেড়ে আশা ‘ঈদের বিশেষ ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস’ বিরামপর স্টেশনে বিরতি রাখার তিনি দাবি জানান। চার উপজেলার মানুষের দাবি বিরামপুর স্টেশনে বর্তমান উক্ত ট্রেনটি যাত্রাবিরতি করুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ