রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল রোববার ভোর রাতে কাল বৈশাখী ঝড়ে গাছ ওপরে ঘরের ওপর পড়ে শেরপুরের নকলার শিববাড়িতে ভ্যান চালক বিল্লাল হোসেন (৪২) নিহত ও তার স্ত্রী সন্তানসহ ২ জন আহত হয়েছে। স্থনীয়রা জানান, সেহেরি খাওয়ার আগ মুহূর্তে নকলা উপজেলার অন্তত ৪টি গ্রামের ওপর দিয়ে কালবোশেখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু ফলজ ও বনজ গাছপালাসহ বাড়ি ঘরে ক্ষতিগ্রস্থ হয়। এসময় শিববাড়ি মহল্লার ভ্যান চালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ ওপড়ে পড়ে। এতে চাপা পড়ে বিল্লাল হোসেন নিহত ও তার স্ত্রী ও এক শিশু আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।