Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে গাছ চাপায় নিহত ১ : আহত ২

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

গতকাল রোববার ভোর রাতে কাল বৈশাখী ঝড়ে গাছ ওপরে ঘরের ওপর পড়ে শেরপুরের নকলার শিববাড়িতে ভ্যান চালক বিল্লাল হোসেন (৪২) নিহত ও তার স্ত্রী সন্তানসহ ২ জন আহত হয়েছে। স্থনীয়রা জানান, সেহেরি খাওয়ার আগ মুহূর্তে নকলা উপজেলার অন্তত ৪টি গ্রামের ওপর দিয়ে কালবোশেখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু ফলজ ও বনজ গাছপালাসহ বাড়ি ঘরে ক্ষতিগ্রস্থ হয়। এসময় শিববাড়ি মহল্লার ভ্যান চালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ ওপড়ে পড়ে। এতে চাপা পড়ে বিল্লাল হোসেন নিহত ও তার স্ত্রী ও এক শিশু আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ